সিরাজগঞ্জে সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সরিষা চাষে মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ। যেদিকে চোখ যায় সেদিকেই এ ফুলে রঙিন হয়ে উঠেছে মাঠ। এবার মাঠজুড়ে চাষ হয়েছে বিভিন্ন জাতের সরিষা। এ সরিষার ফুলে মাঠজুড়ে এখন প্রেমনগরে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৬৩ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টরের বেশি জমিতে এ সরিষার চাষাবাদ হয়েছে। দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতির রূপ বদলায়, তেমন বদলায় ফসলের মাঠ। আর সবুজ, সোনালি ও হলুদে সাজে ফসলের মাঠ। এমনি ফসলের মাঠ পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরিষা ফুলের সমারোহের সৃষ্টি হয়েছে। শীত সকালে এ ফুলের দৃশ্য দেখে অনেকেই আবৃত্ত করে থাকে কবিতা। এ হলুদ ফুলের মাঠে মাঠে তরুণ তরুণীরা সেলফি তুলছে। চুলের খোঁপায় এ ফুলও গাঁথছে এবং তারা এ ফুল শপথে প্রেম বিনিময়ও করছে। এদিকে গত বছরে জেলায় ৫৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে কৃষক সরিষা চাষ করে লাভবান হয়েছে। এ মৌসুমে সরিষা চাষে ঝুঁকেছে কৃষকরা। এ সরিষার মধ্যে টরি-৭, বারি-১৪, বীনা-৯, বীনা-১৪ আবাদ হয়েছে বেশি। তবে এবার বেশি সরিষা চাষাবাদ হয়েছে জেলার তাড়াশ, উল্লাপাড়া, কামারখন্দ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়াও ইউরিক অ্যাসিডমুক্ত ক্যালানীয়া জাতের সরিষা চাষ হয়েছে। এ মৌসুমে সরিষা চাষের প্রণোদনা হিসেবে জেলায় ৩৫ হাজার ২০০ কৃষকের মাঝে বিঘাপ্রতি ১ কেজি বীজ, ২০ কেজি ডিএসপি এবং ১ কেজি এমওপি সার প্রধান করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর আলোকিত বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ৩ বছরে ভোজ্য তেলের ৪০ শতাংশ বাড়াতে হবে। এ জেলায় গত বছরের চাইতে ৮ হাজার ৮৪৫ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হয়েছে। এছাড়াও সরিষার ফলন বৃদ্ধির লক্ষ্যে সরিষার জমিতে মৌ-বাক্স বসানো হয়েছে। সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত মৌচাষিরা এ মৌ বাক্স বসিয়েছে। জেলায় এবার মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩০০ মে. টন। এরই মধ্যে মধু উৎপাদন হয়েছে ৮২ মে. টন। এ মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি উল্লেখ করেন।