ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা

চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাঙালি জাতির অগ্রযাত্রা এবং আগামীর অভিযাত্রার সুস্পষ্ট পথনির্দেশিকা। দেশের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা ফাউন্ডেশন আয়োজিত গ্রাম দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লাকার্তা ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আজাদুর রহমান সিকদারে সভাপতিত্বে ও ব্যাংকার আবিদুর রহমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।

প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না। তাই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে রিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু এ চেষ্টা কখনো সফল হবে না।

জনগণ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র আর চক্রান্ত মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। শেখ হাসিনা জাদুর কাঠি দিয়ে আমাদের একদিনে ৮ লাখ ঘর দিতে পারেন, নিজের টাকায় পদ্মা সেতু দিতে পারেন, ঘরে ঘরে বিদ্যুৎ দেন, তিনি গ্রামের মানুষকে উন্নত করার জন্য গ্রামকে শহরে পরিণত করতে কাজ করছেন।

মন্ত্রী বলেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশের প্রয়োজনে নির্বাচনে আসবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে শেখ হাসিনার হাত ধরে ক্ষুদা, দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ব।

গ্রাম দিবস উপলক্ষ্যে লাকার্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ মেলা, আজীবন সম্মাননা, বিনামূল্যে ঘর প্রদান, গাভী, রিকশা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত