ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের অভিযান

টেকনাফ এবং সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মদ জব্দ

টেকনাফ এবং সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মদ জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত আনুমানিক ১টায় বিসিজি স্টেশন টেকনাফ তুলাতলী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন তুলাতলী ঘাট থেকে এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তা কাঁধে নিয়ে মেরিন ড্রাইভে উঠতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেন। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে লোকটি রাস্তার পাশের জঙ্গলে বস্তা ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে জালের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। অপরদিকে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বিসিজি স্টেশন সেন্টমার্টিন টেকনাফ থানার শাহপরী দ্বীপের দক্ষিণ বীচ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শাহপরী দ্বীপের দক্ষিণ বীচ এলাকায় ঝাউ বনের ভেতরে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় বেশকিছু বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ৪২টি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো থেকে ১ হাজার ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও বিদেশি মদ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত