টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। সে কারণে আজ সকাল ১১টায় ইজতেমা মাঠ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়া হবে। ইজতেমা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিশ্ব ইজতেমার উভয়পক্ষের মুরুব্বীদের গৃহীত সিন্ধান্ত অনুযায়ী আজ প্রথম পর্বের ইজতেমার আয়োজকরা মাঠ বুঝিয়ে দিয়ে মুসল্লিসহ সবাই চলে যাবেন। পরে দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেয়া হবে। আগামী ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২০২৩ সালের বিশ্ব ইজতেমা।
সা’দপন্থী তাবলীগ সুরা সদস্য মাওলানা ওয়াসিফ জানান, আমাদের প্রস্তুতি সম্পন্ন। আজ আমাদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেয়ার কথা। আগামীকাল থেকে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন।