রাজধানীতে মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে আব্দুল সালাম ওরফে ছালামত উল্লাহ নামে এক মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রোববার সকালে তাকে গ্রেপ্তার করে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট। গ্রেপ্তার আব্দুল সালাম ইরানে মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানা গেছে। গতকাল সোমবার এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) আজাদ রহমান।

তিনি জানান, গত রোববার সকালে রাজধানীর আব্দুল্লাহপুরে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুল সালাম ছালামত উল্লাহকে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট। সালাম অন্য আসামিদের সহায়তায় বিদেশগামীদের দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রথমে ভিজিট ভিসায় তাদের দুবাই পাঠায়। দুবাইয়ে তার সহযোগী অন্য আসামিরা তাদের মারধর করে কাগজপত্র কেড়ে নিয়ে ইরানি দালালচক্রের কাছে হস্তান্তর করে। তিনি জানান, ইরানি দালালচক্র এ দেশীয় দালালদের সহযোগিতায় সমুদ্রপথে ইরানে নিয়ে গিয়ে একই পন্থায় আটকে রেখে মারধর করে এবং দেশে ভিকটিমদের আত্মীয়-স্বজনকে মারধরের ছবি ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ দিতে বাধ্য করে। জবানবন্দির জন্য গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিমানবন্দর থানা মামলা রয়েছে।