ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনের জেল-জরিমানা

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনের জেল-জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যবসায়ীকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের খলিল আকন্দের ছেলে ইমন আকন্দ, গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে শামীম মোল্লা ও শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমির চর গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার। সেই সঙ্গে অপর একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ কারাদণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার যমুনা নদী থেকে কতিপয় বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৩ জনকে উল্লেখিত কারাদণ্ড ও অপর একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বেলকুচি, এনায়েতপুর থানা ও নৌ পুলিশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত