অন্যরকম

দুই হাজার বছরের পুরোনো নগরী!

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গুয়াতেমালার একটি চিরসবুজ বনে দুই হাজার বছরের পুরোনো এক নগরীর খোঁজ মিলেছে। মেক্সিকো সীমান্তের কাছে এই নগরীর অবস্থান। প্রত্মতত্ত্ববিদরা প্রথমে ওই এলাকায় উড়ে বেড়ানো কয়েকটি পাখির চোখ দেখে গবেষণা শুরু করেন। এরপর তারা ‘লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং’ প্রযুক্তি ব্যবহার করে এই নগরীর খোঁজ পান। গবেষণা দলে যুক্তরাষ্ট্রের কয়েকটি ভার্সিটির শিক্ষক ছাড়াও ফ্রান্স ও গুয়াতেমালার গবেষকরা ছিলেন। তারা বলছেন, গুয়াতেমালার মেক্সিকো সীমান্তের কার্স্ট অববাহিকা অঞ্চলের একটি চিরসবুজ অরণ্যের নিচে এই নগরীর অবস্থান। এটির আয়তন ১ হাজার ৭০০ বর্গ কিলোমিটার। প্রস্থ ১৬০ কিলোমিটার। এই নগরে অন্তত এক হাজার বসতি ছিল। প্রত্নতত্ত্ববিদদের ধারণা, অধিবাসীদের যাতায়াতের সুবিধার জন্য নগরজুড়ে এমনভাবে তৈরি করা হয় যাতে খুব সহজেই নগরের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যায়। এখানে পানি সংরক্ষণের সুব্যবস্থা ছিল। নগরজুড়ে বড় বড় খাল ছিল। গবেষকরা মনে করছেন, শুকনো মৌসুমে পানির অভাব দেখা দিত।

এ সময় পানির চাহিদা মেটাতে এই খাল থেকে পানি সংগ্রহ করা হতো। নগরীর অধিবাসীরা রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য এক জায়গায় জড়ো হতেন বলে অনুমান করা হচ্ছে। এমনকি বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থাও ছিল এই নগরে। নগরের কয়েকটি বাড়ির সামনে খোলা জায়গা রয়েছে। অধিবাসীরা কোনো বিশেষ ধরনের খেলার জন্য এই মাঠ ব্যবহার করত বলে ধারণা করা হচ্ছে। পুরোনো তথ্য ঘাঁটলে দেখা যায়, মায়া সভ্যতার অধিবাসীরা কোথাও বসবাস করলে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে পছন্দ করতেন। কিন্তু এই নগরের অধিবাসীদের আচরণ ভিন্ন ছিল। তারা কাছাকাছি জায়গায় থাকতে পছন্দ করত। খবর : ইন্ডিয়া টাইমস অনলাইনের