ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

নদীতে তৈরি হচ্ছে ভাসমান বাড়ি

নদীতে তৈরি হচ্ছে ভাসমান বাড়ি

ব্রিটেনের বাকিংহামশায়ারের সারলোতে টেমস নদীর তীরে তৈরি হচ্ছে ভাসমান বাড়ি। আধুনিক সব সুবিধা সংবলিত এই বাড়িটি এক ব্রিটিশ দম্পতির বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হবে।

বন্যা বিশেষজ্ঞদের প্রতিষ্ঠান বাকার স্থপতিরা এই বাড়িটির নকশা করেছেন। এই বাড়িতে কাঠের অবকাঠামোতে তিনটি বেডরুম থাকবে। এসব রুমে কনক্রিটের তৈরি বেজমেন্ট স্থাপন করা হবে। সেই বেজমেন্ট একটি পাটাতনের ওপর বসানো হবে। পাটাতনটি চারটি দণ্ডের ওপর স্থাপন করা হবে। এ অবস্থায় বন্যার কারণে নদীর পানি বেড়ে গেলে পাটাতন থেকে বাড়িটি খুলে গিয়ে পানিতে ভাসতে থাকবে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটিও ওপরে উঠতে থাকবে। এই বাড়িটি নির্মাণে দেড় কোটি পাউন্ড ব্যয় হবে। আগামী এক বছরের মধ্যে বাড়িটির নির্মাণকাজ শেষ হবে। এতে বাড়ি নির্মাণের স্বাভাবিক ব্যয়ের চেয়ে ২০ ভাগ বেশি ব্যয় হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত