ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

র‌্যাব-১৩ এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাব-১৩ এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সময় অত্যন্ত আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে কাজ করে যাচ্ছে র‌্যাব ফোর্সের প্রতিটি সদস্য। তিনি আরো বলেন, এছাড়াও জঙ্গিবাদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান পরিচালনা এবং পথভ্রষ্ট জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে সমাজে পুনর্বাসনের মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছে র‌্যাব। কার্যকরভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে র‌্যাব, যা দেশ এবং বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি গত মঙ্গলবার র‌্যাব-১৩, রংপুরের আয়োজনে লালমনিরহাট জেলার ‘তিস্তা ব্যারাজ সংলগ্ন’ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মোতাহার হোসাইন, এমপি, র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল মো. কামরুল হাসান, রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং র‌্যাব-১৩, রংপুরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে র‌্যাব ফোর্সেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের বাস্তবধর্মী এবং সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রায় নির্মূল হয়ে আসছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্যপ্রবাহে স্বল্প আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। উত্তরাঞ্চলের এই তীব্র শীতে অসহায় ও নিপীড়িত মানুষের শীতের কষ্ট লাঘবে র‌্যাব-১৩ এর উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। মহাপরিচালক, বিভিন্ন অঞ্চলে শীতের কষ্ট লাঘবের জন্য দেশের বিত্তশালী ব্যক্তি এবং প্রতিষ্ঠানসমূহকে শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানে অনুরোধ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত