ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হজযাত্রীদের ডলারের সংকট হবে না

বললেন ধর্মপ্রতিমন্ত্রী
হজযাত্রীদের ডলারের সংকট হবে না

আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে একথা জানান তিনি। এদিন সম্মেলনের শেষ দিনে আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের চতুর্থ ও শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ২৭ হাজার হাজির জন্য পর্যাপ্ত ডলার রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সংকট তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো বাংলাদেশে আসেনি। বাংলাদেশ এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি জানান, হজ যাত্রীরা যেন কোনো ধরনের সংকটে না পড়েন সেজন্য প্রধানমন্ত্রী সচেতন রয়েছেন। এ লক্ষ্যে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এসময় পাঠ্য বইয়ে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলেও দাবি করেন ধর্মপ্রতিমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয় দুটি কমিটি গঠন করেছে। এ কমিটি কাজ করার পর যেখানে সংযোজন-বিয়োজন যা কিছু করা দরকার, সেটা করার মতো সুযোগ রয়ে গেছে। এটার জন্য কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত