ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীরব পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে সরে যেতে বাধ্য করব

বললেন মির্জা ফখরুল
নীরব পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে সরে যেতে বাধ্য করব

‘পদযাত্রার’ মধ্যদিয়ে বিএনপি নতুন ধাপের আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এক নতুন আন্দোলন শুরু করলাম। ঢাকা শহরে নীরব প্রতিবাদের ও নীরব যাত্রার মধ্যদিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ‘দানবীয়’ সরকারকে সরে যেতে বাধ্য করব। কালবিলম্ব না করে বর্তমান সরকারকে পদত্যাগ করারও আহ্বান জানান তিনি। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বাড্ডায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে’ ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আজকে চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, ডিমের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে। আমার রিকশাচালক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা জীবনযাপন করতে পারছে না। তারা চাল-ডাল-তেল-লবণ কিনতে পারছে না। আজকে কথা বলতে গেলে ও প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা, গায়েবি মামলা দিয়ে বিরোধী দলকে আটক করে রাখা হচ্ছে। সমগ্র বাংলাদেশকে এরা কারাগারে পরিণত হয়েছে। আমরা কী এটা মেনে নেব? তিনি বলেন, আমাদের ভোটের অধিকার নাই। সেই ভোটের অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যারা কারাগারে আছেন তাদের মুক্ত করতে হবে। দেশে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, এই সরকার থাকলে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। সেই কারণে এই আওয়ামী লীগের সরকারকে (হাসিনা সরকার) পদত্যাগ করতে হবে। সংসদকে বিলুপ্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে, সেই সরকার দেশ পরিচালনা করবে। তাই আসুন আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে বলতে চাই, আর কালবিলম্ব নয়, অবিলম্বে পদত্যাগ করুন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচনের মধ্যদিয়ে জনগণকে তার ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। অন্যথায় আপনাদেরকে অত্যন্ত ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। আপনারা পালাবার পথ পাবেন না। মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপি নেতা তাবিথ আউয়াল, মুন্সি বজলুল বাছিত আনজু, আবদুল আলীম নকি, মীর নেওয়াজ আলী, শামসুল হক, এবিএমএ রাজ্জাক প্রমুখ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর বেলা পৌনে তিনটার দিকে পদযাত্রা শুরু হয়। এটি বাড্ডা-রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সূত্র মতে, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি আরেকটি পদযাত্রা গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর-১০ নম্বর গোল চত্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত