মিসকেসের (বিবিধ মামলা) সংশ্লিষ্ট অংশ ছাড়া সম্পূর্ণ নামজারি কিংবা দাগ থেকে সৃষ্টি হওয়া অন্য সব নামজারি বাতিল না করার জন্য এসিল্যান্ডদের (সহকারী কমিশনার-ভূমি) নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি এ নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ১৫০ ধারা মোতাবেক সহকারী কমিশনারের (ভূমি) আদেশের বিরুদ্ধে রিভিউ মামলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে, আদেশের দীর্ঘকাল পর তামাদি শুনানি না করেই মামলা গ্রহণ করা হচ্ছে। সুদীর্ঘকাল পর নামজারি সংশ্লিষ্ট বিবিধ মামলা গ্রহণের ক্ষেত্রে উল্লিখিত ধারায় বর্ণিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সহকারী কমিশনাররা (ভূমি) তামাদি মওকুফের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। পরিপত্রে আরও বলা হয়, এছাড়া এ মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, নামজারি থেকে বিভিন্ন দাগ নিয়ে সৃজিত মালিকানাধীন খতিয়ানের অংশ বিশেষের বিরুদ্ধে দায়ের করা বিবিধ কেসের আদেশে সংশ্লিষ্ট অংশ সংশোধনের আদেশ দেয়ার পরিবর্তে সম্পূর্ণ নামজারি বাতিল করে দেয়া হচ্ছে। ফলে বৈধ অন্য মালিকদের পুনরায় নামজারি করার প্রয়োজন হচ্ছে। ‘এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ অযথা হয়রানির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট খতিয়ান বা দাগের সংশোধনযোগ্য অংশ ছাড়া কোনো অবস্থাতেই সম্পূর্ণ নামজারি বা দাগ থেকে সৃষ্ট অন্য সব নামজারি বাতিল করা যাবে না।’ এ বিষয়টি নিশ্চিত করাসহ জনগণকে হয়রানিমুক্ত সেবা দেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয় পরিপত্রে।