বাস খাদে পড়ে পাকিস্তান ও পেরুতে নিহত ৬৬
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
পাকিস্তান ও পেরুতে গতকাল পৃথক ঘটনায় বাস খাদে পড়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। এরমধ্যে পাকিস্তানে মারা গেছে ৪১ জন এবং পেরুতে নিহত হয়েছে ২৫ জন। খবর বিবিসির।
পাকিস্তানে সকালের দিকে বাসটি ৪৮ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় বেলুচিস্তানের খাদে পড়ে গেলে ৪১ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। বাসটি কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল। দ্রুতগতির কারণে ইউ-টার্ন নেয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা দিয়ে বাসটি একটি গিরিখাদের মধ্যে পড়ে যাওয়ার পরই তাতে আগুন ধরে যায়। এদিকে পেরুতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়। স্থানীয় সময় শনিবার ভোরে উত্তরাঞ্চলীয় এল আল্টো জেলায় যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পেরুর রাজধানী লিমা থেকে ছেড়ে যাওয়া বাসটি ইকুয়েডর সীমান্তের তুম্বস শহরের দিকে যাচ্ছিল। ঘটনার সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। যথাযথ প্রশিক্ষণ ছাড়া বিপজ্জনক রাস্তায় যানবাহন চালানোর কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।