আগামী বছরের আগস্টের আগেই খুলে যাচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু
জানুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৫৫ শতাংশ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামী বছরের আগস্ট মাসের আগেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন সোমবার টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। যে গতিতে কাজ করছে তাতে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতুর মধ্যে ১ দশমিক ১৫ কিলোমিটার ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। ১২টি পিলারের ওপর ১১টি স্প্যান বসে গেছে। পূর্ব প্রান্তের (টাঙ্গাইল) অগ্রগতি অনেক ভালো। পশ্চিম প্রান্তে (সিরাজগঞ্জ) অগ্রগতি কিছুটা কম। তবে ঠিকাদার তাদের কাজের গতি বাড়িয়ে দিয়েছেন। ফলে নির্ধারিত ২০২৪ সালের আগস্টের আগেই যান চলাচলের জন্য সেতু খুলে যাবে বলে আশা করা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সেতু ডুয়েল গেজ ডাবল লাইনে হচ্ছে। এখানে ব্রডগেজে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। সেতু পার হতে পাঁচ মিনিট সময় লাগবে, যেটি এখন প্রায় ৪০ মিনিট সময় লাগছে। ফলে সময় অনেক কমে যাবে। এই সেতুর মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। ফলে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রেন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। অধিক সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে। এর ফলে অভ্যন্তরীণ ট্রেন বৃদ্ধিসহ আন্তঃদেশীয় ট্রেনও অধিক হারে চালানো যাবে এবং ভারত থেকে সরাসরি মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে। উল্লেখ্য, জাইকার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মিত হচ্ছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছে এই সেতু। ২০২৪ সালের আগস্টের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে নির্ধারণ করা আছে। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। সর্বশেষ এ বছর জানুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৫৫ শতাংশ।