ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘ছোটদের খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’ বইয়ের মোড়ক উন্মোচন

‘ছোটদের খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’ বইয়ের মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচিত হলো ‘ছোটদের খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’ শীর্ষক বইয়ের। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম, নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল ও জনসংযোগ বিভাগের পরিচালক কাজী আলী রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বইটির লেখক প্রফেসর ড. জাহানারা বেগম অনুভূতি প্রকাশ করে বলেন, এই উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, রাসুলপ্রেমী হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-কে নিয়ে লেখা এই পুস্তিকাটি কোমলমতি ছোট বালক-বালিকারা তার সম্পর্কে ধারণা লাভ করে তাকে ভক্তি শ্রদ্ধা করতে পারে। ছোটদের এই ভক্তি ও ভালোবাসা তাদের অন্তরে বীজ রোপিত হয়ে থাকবে এবং বড় হয়ে তার সম্পর্কে বিশদ জানার আগ্রহ তৈরি করবে। উল্লেখ্য, বইটি বইমেলার ৮১২নং আহ্ছানিয়া মিশন বুক স্টলে (মূল ক্যাম্পাস, পুকুরের ধারে) পাওয়া যাচ্ছে। এবং সাতক্ষীরার নলতা শরীফের ওরছকালীন বুকস্টলেও পাওয়া যাবে। বইটির প্রকাশক ঢাকা আহ্ছানিয়া মিশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত