অভিবাসী কর্মীদের শোষণ ও নিপীড়ন থেকে রক্ষায় বাংলাদেশকে অবশ্যই অভিবাসী নিয়োগ ব্যবস্থার আইনকানুন জোরদার করতে হবে। বাংলাদেশে ১০ দিনের সফর শেষে গত মঙ্গলবার জাতিসংঘ অভিবাসীর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ র্যাপোর্টিয়ার ফিলিপ গঞ্জালেজ মোরালেস এ কথা বলেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান নিয়োগ প্রক্রিয়া অনেক অভিবাসীর ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। ফলে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। অতিরিক্ত ব্যয়ের সিংহভাগের কারণ ‘মধ্যস্বত্ত্বভোগী’। গঞ্জালেজ মোরালেস অভিবাসীদের দেশত্যাগপূর্ব-প্রক্রিয়া, বিদেশে কাজের সময় এবং দেশে প্রত্যাবর্তনসহ অভিবাসনের সর্বস্তরে তাদের অধিকারকে সুরক্ষা দেয়ার প্রতি কর্তৃপক্ষকে আহ্বান জানান।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে র্যাপোর্টিয়ার বিবৃতিতে বলেন, ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধিসহ অভিবাসীদের কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে নিয়োগ ব্যবস্থা জোরদার, নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এখনো প্রয়োজন। তিনি এক্ষেত্রে সরকারি (জিটুজি) প্রক্রিয়ায় দক্ষ অভিবাসী নিয়োগের বিষয়টি উল্লেখ করে বলেন, এই প্রক্রিয়ায় নিয়মকানুন জোরালভাবে অনুসরণ করা এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা অভিবাসীদের জন্য বেশি সুবিধাজনক।
গঞ্জালেয মোরালেস বলেন, সমস্যাটি হয় কম দক্ষ অভিবাসীদের। দারিদ্র্য, শিক্ষার ঘাটতি এবং সিদ্ধান্ত গ্রহণ ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় এ ধরনের অভিবাসীরা শোষণসহ নানা ধরনের হুমকির মুখে পড়ে। দক্ষ অভিবাসী কর্মী গড়তে চলমান প্রশিক্ষণ কার্যক্রমকে উৎসাহিত করে তিনি বলেন, কর্মীদের দেশত্যাগের আগে পর্যাপ্ত তথ্য জানাতে হবে। কোথায় নিপীড়নের শিকার হলে প্রতিকার খুঁজতে হবে, তা ভালোভাবে জানাতে হবে। তিনি বিদেশ গমণেচ্ছু অভিবাসী কর্মীদের ডেটাবেজ তৈরির বিষয়টিকে স্বাগত জানান। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের নিবন্ধন বাধ্যতামূলক করাসহ তাদের নিয়ন্ত্রণে জোরদার পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, অভিবাসী কর্মীদের জোরালো সুরক্ষা নিশ্চিত করতে এসব দেশেরও নিজ নিজ তরফ থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে নারী অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কারণ কাজের ক্ষেত্রে, বিশেষ করে গৃহকর্মী হিসেবে কাজ করার সময় তারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়ার ঝুঁকিতে বেশি থাকেন। বাংলাদেশ সফরের সময় র্যাপোর্টিয়ার রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে কক্সবাজারে যান। মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য গঞ্জালেয মোরালেস বাংলাদেশের প্রশংসা করেন। জাতিসংঘ বিশেষজ্ঞ বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য টেকসই সমাধান জরুরি। রোহিঙ্গাদের আইনি মর্যাদা না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তিনি যেসব শিবির পরিদর্শন করেছেন, সেখানে জন্ম নেয়া রোহিঙ্গা শিশুদের জন্মসনদ দেয়া হয়নি। তিনি রোহিঙ্গাদের জন্য শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষাগ্রহণ ও দক্ষ হয়ে উঠতে প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করার প্রতি কর্তৃপক্ষকে আহ্বান জানান। বিবৃতিতে তিনি বিশেষত অগ্নিকাণ্ড ও বন্যাসহ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মাথায় রেখে শিবিরের আবাসন ব্যবস্থার মানোন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।