স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে
বললেন স্থানীয় সরকারমন্ত্রী
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, স্বপ্ন দেখতে হবে আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের মর্যাদা সব সময় এ সরকারের কাছে সকলের উপরে, সেই কারণে সরকার দেশের সব রেজিস্ট্রার বিদ্যালয়গুলো জাতীয়করণে উত্তীর্ণ করেছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ করতে বিভিন্ন ভাতা প্রদান করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার সব সময় শিক্ষার পরিবেশ বজায় রাখায় জন্য কাজ করে যাচ্ছে। প্রতিটি বিদ্যালয়ের নতুন চার তলা বিশিষ্ট ভবন উপহার দেয়া হয়েছে। কুমিল্লার তিতাসে গতকাল শুক্রবার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন এখন শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, তা বহিবিশ্বের অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। সেই ধারাবাহিকতায় প্রতিটি এলাকার রাস্তা-ঘাট ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে গড়ার লক্ষ্যে উন্নয়ন করা হচ্ছে। বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জাল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন-ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামিম হোসেন, এলজিডি মন্ত্রীর পিএস-টু ও উপ-সচিব জহিরুল ইসলাম, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, কুমিল্লা জেলা পরিষদের আরডিসি উত্তম কুমার দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির প্রমুখ। কুমিল্লার তিতাসে লালপুর নজরুল ইসলাম ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।