ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চলমান যুগপৎ আন্দোলন

ঢাকাসহ ৮ বিভাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

ঢাকাসহ ৮ বিভাগে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

সরকার হটানোর চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার ঢাকাসহ দেশের ৮ বিভাগে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপিসহ সমমনা দল ও জোটসমূহ। এরই অংশ হিসেবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় ধরনের শোডাউনের আয়োজন করা হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন বন্ধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের এই সমাবেশে লক্ষাধিক লোক সমাগমের পরিকল্পনা করছে বিএনপি।

সমাবেশ সফল করতে এবং পরবর্তী কর্মসূচি নিয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা সমমনা জোট ও দলের নেতাদের সঙ্গে এরইমধ্যে বৈঠক করেছেন। গত ২৭ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপির। এরপর গত ২৯ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ লিয়াজোঁ কমিটির নেতারা। এরপর ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, পিপলস পার্টি, গণফোরামসহ অন্যান্য দলের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সরকারবিরোধী আন্দোলন জোরদারের জন্য নতুন কী ধরনের কর্মসূচি দেয়া যায় সেসব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বৈঠক করা হচ্ছে। ঢাকার সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঢাকার আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী জেলা থেকেও নেতাকর্মীদের এই সমাবেশে আসার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত