ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্কে FLSF-২০২৩ এ ড্যাফোডিলের প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খানের মূল প্রবন্ধ উপস্থাপন

তুরস্কে FLSF-২০২৩ এ ড্যাফোডিলের প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খানের মূল প্রবন্ধ উপস্থাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দি প্যাসিফিকের সভাপতি ডক্টর মো. সবুর খান গত ১-২ ফেব্রুয়ারি তুরস্কে FLSF-২০২৩ -১ম ফিউচার লিটারেসি অ্যান্ড স্ট্র্যাটেজিক ফোরসাইট কনফারেন্সে যোগ দিয়েছেন। তুরস্কের কারাবুক ইউনিভার্সিটি (UNIKA) আয়োজিত এ সম্মেলনে ‘কীভাবে ডিআইইউ মুভস বেসড অন ফিউচার লিটারেসি অ্যান্ড স্ট্র্যাটেজিক ফোরসাইট’ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. সবুর খান। সম্মেলনে প্রায় ৩০টিরও বেশি দেশের শতাধিক এইচ ইআই নেতা, শিক্ষাবিদ, গভর্নর এবং সংসদ সদস্য ও রেক্টরগণ অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও কারাবুক ইউনিভার্সিটি উভয়ই বিভিন্ন চলমান আন্তর্জাতিক গতিশীলতা এবং একাডেমিক সহযোগিতার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতার সঙ্গে গড়ে তুলতে ও সজ্জিত করতে বিশ্বাসী তাই, বিশ্বব্যাপী ডিআইইউ এর শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত