চারবার কমার পর বাড়ল জেট ফুয়েলের দাম

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পরপর চার মাস জেট ফুয়েলের দাম কমানোর পর এবার ৬ টাকা বাড়ল। অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানির দাম লিটারপ্রতি ১১২ টাকা থেকে ৬ টাকা বাড়িয়ে ১১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৮৫ সেন্ট থেকে ৫ সেন্ট বাড়িয়ে ৯০ সেন্ট করা হয়েছে। আজ থেকে এই দাম কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সবশেষ ২০ জানুয়ারি জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ১১২ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে জেট ফুয়েলের লিটার প্রতি দাম ছিল ১২৫ টাকা। অক্টোবরে এসে তা ৫ টাকা বেড়ে হয় ১৩০ টাকা, নভেম্বরে তা আরও ৫ টাকা কমিয়ে ১২৫ টাকা, ডিসেম্বরে আরও কমিয়ে হয় ১২১ টাকা, আর জানুয়ারিতে আরও কিছুটা কমিয়ে ১১২ টাকা করা হয়েছিল। প্রসঙ্গত, প্রতি মাসেই বিপিসি আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে।