ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছুটির দিনে বইমেলায় ছবি-গানে শিশুদের উল্লাস

ছুটির দিনে বইমেলায় ছবি-গানে শিশুদের উল্লাস

ভাষার মাসে ভাষা শহীদদের স্মরণ ও পাঠাভ্যাস বাড়াতে আয়োজন করা হয় অমর একুশে বইমেলা। এই পাঠাভ্যাস ছোট থেকেই গড়ে তুলতে বাংলা একাডেমির নিয়মিত আয়োজন ‘শিশুপ্রহর’। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার থাকে শিশুদের এ আয়োজন। মেলায় শিশুদের আগ্রহ বাড়াতে এ আয়োজনে থাকছে শিশুতোষ ধারাবাহিক ১২৩ সিসিমপুরের মূল চরিত্রগুলোর পরিবেশনা, ছবি আঁকা ও সঙ্গীত প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকাল ১১টায় মেলার দ্বার খোলার পর বাবা-মা, ভাই-বোন ও অভিভাবকদের সঙ্গে মেলায় আসতে থাকে শিশু-কিশোররা। বেলা সাড়ে ১১টায় শুরু হয় সিসিমপুরের পরিবেশনা ও ছবি আঁকা প্রতিযোগিতা। এ সময় সিসিমপুরের গান ও ছবি আঁকার সঙ্গে সঙ্গে মেতে ওঠে শিশুরা। দুপুর ১২টার দিকে মেলায় আসেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ড. জাফর ইকবাল। এ সময় তিনি শিশুদের সঙ্গে গল্পে মাতেন, বই পাঠে শিশু-কিশোরদের উৎসাহিত করেন। গল্প শেষে তিনি শিশুদের আঁকা ছবিগুলো দেখেন। মেলায় আগত শিশু-কিশোরদের মধ্যে একটি দল মেলা ঘুরে বই দেখে, নিজেদের পছন্দমতো বই কেনে। সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া আহমেদ মেলায় এসেছে বাবার সঙ্গে। তার পছন্দ কমিক্স। মেলায় তাই বাবার সঙ্গে ঘুরে ঘুরে কমিক্সের বই খুঁজছে। রাজিয়া বলে, রূপকথা আর কমিক্সের বই বেশি ভালো লাগে আমার। তবে আমার কাছে কমিক্স আগে। অ্যাডভেঞ্চার টাইপের কমিক্স বেশি ভালো লাগে। আজকে দুটি কমিক্স কিনেছি। সিসিমপুরের স্টেজের সামনে জায়গা না পেয়ে বাবার কাঁধে চড়ে পরিবেশনা দেখছে রাজিন হালদার। সে পড়ে দ্বিতীয় শ্রেণিতে। রাজিন বলে, সিসিমপুরের নাচণ্ডগান দেখব বলে মেলায় এসেছি। হালুমকে আমার বেশি ভালো লাগে। ওকে দেখতে এসেছি। এটা দেখে তিনটা বই কিনব। তারপর আব্বুর সঙ্গে বাড়ি ফিরব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত