ঢাকা ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল ছাড়ল দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’

বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকরা
বরিশাল ছাড়ল দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’

বিভিন্ন দেশের পর্যটকদের নিয়ে ভারতের বেনারস থেকে ছেড়ে আসা বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ সুন্দরবন হয়ে বরিশালে আসার পর আবার ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। গত বুধবার বিকালে কীর্তনখোলা নদী ও বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কের বিআইডব্লিউটিএ’র পন্টুনে এ প্রমোদতরীটি নোঙর করে। বরিশাল অবস্থানকালে প্রমোদতরীটির পর্যটকরা উৎসরের আমেজে পুরোটা সময় কাটান বরিশালে। নদী পথে বরিশাল পর্যন্ত এসে পৌঁছে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ভিনদেশি ২৮ পর্যটক। নোঙর করার পরপরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের শুভেচ্ছা জানানো হয়। বিদেশি পর্যটকদের আগমনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় মুক্তিযোদ্ধা পার্ক এলাকায়। জাহাজে পর্যটকের বাইরেও জাহাজ মালিক, ভ্রমণ নির্দেশনাকারী ও ৪১ জন ক্রু ছিলেন। নদী পথে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে গঙ্গা বিলাসের এ যাত্রা পথ দেখাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রমোদতরী গঙ্গা বিলাসের যাত্রার উদ্বোধন করেন। ২১তম দিনে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। পর্যটক নির্দেশনাকারী প্রতিষ্ঠান জার্নি প্লাস এর প্রতিনিধি কায়েস খান জানান, সুন্দরবনে বাঘ দেখতে না পেলেও বাঘের পায়ের ছাপ দেখেই খুশি বিদেশি পর্যটকরা। এ দেশের প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তারা। জার্নি প্লাস এর প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, বরিশালে পৌঁছে পর্যটকরা অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন করেন। সুইজারল্যন্ডের ২৭ জন এবং জার্মানির একজন পর্যটক ঝালকাঠি ও পিরোজপুরের ভাসমান বাজারও পরিদর্শন করেন। বরিশাল ভ্রমণ শেষে প্রমোদতরীটি গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল ত্যাগ করে। এ যাত্রায় প্রমোদতরীটি ঢাকা, টাঙ্গাইল ও রংপুর হয়ে ভারতের আসামের উদ্দেশে যাত্রা করবে। ৬০ থেকে ৮০ বছর বয়সি এসব পর্যটক ৫১ দিনের এ ভ্রমণে বাংলাদেশ ভ্রমণ করবেন ১৬ দিন। পুরো ভ্রমণের সময়টাতে ২৭টি নদীতে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পানির মধ্য দিয়ে ৫০টি ট্যুরিস্ট স্পট ভ্রমণ করবেন তারা। সবশেষ রংপুর থেকে চিলমারী বন্দর হয়ে আসামের ডিব্রুগড় যাবে পর্যটকবাহী এ জাহাজ। এদিকে বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন বিদেশি পর্যটকরা। বাংলাদেশে আবারো ঘুরতে আসার কথাও জানিয়েছেন তারা। জার্মানি নাগরিক ইয়ামডা টাসকুপটা বলেন, নিজ চোখে বাংলাদেশকে দেখাটা অসাধারণ। এরপর আমাদের আমন্ত্রণ জানানোটা অনেকটা আনন্দদায়ক ছিল। এছাড়া সুইজারল্যান্ডের নাগরিক হাইত বলেন, অনেক সুন্দর পরিবেশ এখানে, যা ভ্রমণের জন্য অনেক উপযুক্ত বলে মনে করছি। আমরা বাংলাদেশ ভ্রমণ বেশ উপভোগ করছি। এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, বিদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তারা যেখানে গেছেন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নদী পথে তাদের সুরক্ষা দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত