ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চারুকলা অনুষদের অনুমোদন ইউজিসির

চারুকলা অনুষদের অনুমোদন ইউজিসির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের অধীনে থাকা চারুকলা বিভাগকে নতুন অনুষদ হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগ চালুরও অনুমোদন দিয়েছে ইউজিসি। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ খোলার অনুমোদন দেয়া হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগে শিক্ষার্থীর ভর্তি নেয়া হবে। বিভাগ তিনটি হলো ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য বিভাগ। এ বিষয়ে ইউজিসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারুকলা অনুষদের অধীনে ৩টি বিভাগে প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য গ্রন্থাগারে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা ও শিক্ষক নিয়োগে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নীতিমালা অনুসরণ করতে হবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলুপ্তগিন এ বিষয়ে বলেন, অনেকদিন ধরেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে চারুকলা বিভাগকে অনুষদে রূপান্তরের চেষ্টা চালিয়েছি। আগামী বছর থেকে নতুন তিনটি বিভাগে বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে সিলেবাস প্রণয়ন করে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত