ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুসংবাদ প্রতিদিন

খুলনায় ৩০ জন ভিক্ষুককে ঢাকা আহ্ছানিয়া মিশনের অনুদান

খুলনায় ৩০ জন ভিক্ষুককে ঢাকা আহ্ছানিয়া মিশনের অনুদান

ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গতকাল সোমবার খুলনায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৩০ জন উদ্যমী ভিক্ষুকদের মধ্যে এককালীন অনুদান প্রদান করা হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন খুলনা শাখা মিশনের সাধারণ সম্পাদক মো. হামিদুল হক, ডিএফইডির কো-অর্ডিনেটর (কৃষি) কৃষিবিদ মো. নিয়ামুল কবীর, বরিশাল জোনের জোনাল ম্যানেজার, যশোর জোনের জোনাল ম্যানেজার এবং ডিএফইডির বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজাররা। সভায় সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সহ-সভাপতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা মোহাম্মদ লকিয়তউল্লাহ। উল্লেখ্য, ডিএফইডি মাইক্রোফিন্যান্স কর্মসূচির কর্মএলাকার ১৫টি এরিয়ার ৮১ ব্রাঞ্চ অফিসের মাধ্যমে ১৫টি জেলার ৬৫টি উপজেলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের আর্থিক সহায়তায় ৪ ফেব্রুয়ারি ২০১৫ থেকে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর ২০২২ পর্যন্ত ১২৩৩ জনের মধ্যে ২, ৭৭, ০৪, ০০০ টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। উক্ত সহায়তার মধ্যে খুলনা জেলায় ৩০ জন উদ্যমী সদস্যদের মধ্যে প্রতিজনে ২৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয় এবং যশোর জেলায় ৫০ জনের মধ্যে ১২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে। ডিএফইডির খুলনা এরিয়া ও খুলনা শাখা মিশন কর্তৃক যৌথভাবে নির্বাচনকৃত ৩০ জন উদ্যমী সদস্যের মধ্যে প্রধান অতিথি ৭ লাখ ৫০ হাজার টাকার (প্রতিজনে ২৫ হাজার) চেক প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের এ ধরনের উদ্যোগ প্রসংশার দাবিদার। এর মাধ্যমে সমাজের পিছিয়েপড়া, অবহেলিত, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে নিজেদের চেষ্টা, মেধা ও কর্মের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি আশা করি সরকারের পাশাপাশি ঢাকা আহ্ছানিয়া মিশন এ উদ্যোগ চলমান রাখবে। ডামের এ কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে খুলনা জেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত