ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ-ভারত

ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কাল

ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কাল

দুই বছর পর বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক হবে আগামীকাল বুধবার। আশা করা হচ্ছে, এ উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা আজ ঢাকায় আসবেন। এই দুই দেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব বৈঠকটি হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসে দিল্লিতে। এবারের আলোচনায় পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, লাইন অব ক্রেডিটসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী সেপ্টেম্বরে ডি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফর নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া এ বছরের মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে এটি নিয়মিত বৈঠক। তিনি বলেন, ‘জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা হবে।’ আদানি থেকে বিদ্যুৎ ক্রয়-সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বলেন, ‘এটি সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো ধরনের অনুরোধ পেলে বিবেচনা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত