শেষ ধাপেও বঞ্চিত সহস্রাধিক জিপিএ-৫ পাওয়া ৯১ শিক্ষার্থী
একাদশ শ্রেণিতে ভর্তি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ধাপে ১ লাখ ৮ হাজার ৯৪১ জন আবেদন করেও ১ হাজার ১৪ জন কোনো কলেজে ভর্তি হতে পারেননি। তাদের মধ্যে ৯১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও রয়েছেন। শেষ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তি আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, উচ্চমাধ্যমিকে ভর্তির বাহিরে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দেয়া হয়। এ ধাপে ভর্তির বাইরে থাকা ১ লাখ ৮ হাজার ৯৪১ জন শিক্ষার্থী আবেদন করেন। তার মধ্যে ১ লাখ ৭ হাজারের মতো ভর্তির জন্য মনোনীত হয়েছেন। আবেদন করেও ১ হাজার ১৪ জন এখানো ভর্তির বাইরে রয়েছেন। ভর্তিবঞ্চিতদের মধ্যে ৯১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফলাফর প্রকাশ করা হয়েছে। শেষ ধাপেও ১ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হননি। শিক্ষার্থীদের নির্বাচিত অনেক কলেজে আসন কম ও কম কলেজ নির্বাচন করায় তারা ভর্তির জন্য নির্বাচিত হয়নি। তিনি বলেন, সারা দেশে আমাদের অনেক আসন খালি রয়েছে। যারা এখানো আবেদন করে কলেজ পাননি তারা স্ব স্ব শিক্ষা বোর্ডে যোগাযোগ করলে যেসব কলেজে আসন খালি রয়েছে, সেখানে অফলাইন পদ্ধতিতে ভর্তির সুযোগ করে দেয়া হবে। ভর্তি হতে চাইলে কাউকে বঞ্চিত করা হবে না।
এর আগে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনলাইনে আবেদনে সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।
কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। ফল দেখতে এই ওয়েবসাইটের নির্ধারিত স্থানে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছরের অপশনে তথ্য দিয়ে ওয়েবপাতায় উল্লেখিত ভেরিফিকেশন কোডটি ইনপুট দিতে হবে। এরপর নীল বর্ণের ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফল দেখা যাবে।
আগামীকাল বিকাল ৫টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮ টাকা জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে। মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দেয়ার প্রয়োজন নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ আগামীকাল পর্যন্ত।