ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

গরুর পেটে ৬৫ কেজি প্লাস্টিক!

গরুর পেটে ৬৫ কেজি প্লাস্টিক!

অবিশ্বাস্য হলেও সত্যি যে চিকিৎসকরা গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেছেন। এ ঘটানায় রীতিমতো বিস্মিত চিকিৎসকরা। জানা যায়, সম্প্রতি এ ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে ঘটে। একটি গরু কয়েকদিন ধরে খাওয়া-দাওয়া করছিল না। এমনকি পানিও পান করতে চাইত না। গরুর মালিক পরমেশ্বরম গরুটিকে পশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসককে গরুর খাওয়া-দাওয়া ও পানি না পান করার কথা বলেন। চিকিৎসকরা গরুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে গরুর পাকস্থলিতে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। চিকিৎসকরা গরুটির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার করতেই ঘটে যায় অদ্ভুত ঘটনা। গরুর পেট থেকে ৬৫ কেজি প্লাস্টিক ও ধাতব বর্জ্য উদ্ধার করেন চিকিৎসকরা। পাকস্থলিতে এতোগুলো প্লাস্টিক ও ধাতব বর্জ্য থাকার পরেও গরুটি কীভাবে বেঁচে ছিল তা দেখে বিস্মিত হন চিকিৎসকরা। সংবাদমাধ্যমকে চিকিৎসকরা জানান, খাবারের খোঁজে অনেক সময় গরু রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক ও বর্জ্য খেয়ে ফেলে। এই গরুটিও তাই করেছে। বর্জ্যগুলো গরুর পেটের ভেতর দলা পাকানো ছিল। পাকস্থলীর ভেতর আস্তে আস্তে একটি বড় মণ্ড তৈরি হয়েছিল। সেইগুলোর বিষক্রিয়া শুরু হওয়ায় গরুর শরীর খারাপ হতে থাকে। আর কিছুদিন এমন থাকলে গরুটি মারা যেত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত