সুসংবাদ প্রতিদিন

যশোরে ৫০ ভিক্ষুককে ঢাকা আহ্ছানিয়া মিশনের অনুদান

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা আহছানিয়া মিশন গতকাল মঙ্গলবার যশোরে ৫০ জন ভিক্ষুকের মধ্যে এককালীন অনুদান প্রদান করে। ঢাকা আহ্ছানিয়া মিশনের ডাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যশোরের খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি অফিসে। ঢাকা আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা ও আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম সহ-সভাপতি মোহাম্মদ লকিয়তউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মন্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যশোর জেলা প্রশিক্ষণ অফিসার সুশান্ত কুমার তরফদার। আরো উপস্থিত ছিলেন যশোর জেলার শাখা মিশনের সভাপতিবৃন্দ, ডিএফইডি’র কো-অর্ডিনেটর (কৃষি) কৃষিবিদ মো. নিয়ামুল কবীর, যশোর ও বরিশালের জোনাল ম্যানেজার এবং ডিএফইডি’র বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজারগণ। উল্লেখ্য, ডিএফইডি মাইক্রোফিন্যান্স কর্মসূচির কর্মএলাকার ১৫টি এরিয়ার ৮১ ব্রাঞ্চ অফিসের মাধ্যমে ১৫টি জেলার ৬৫টি উপজেলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের আর্থিক সহায়তায় ৪ ফেব্রুয়ারি ২০১৫ থেকে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর ২০২২ পযর্ন্ত ১২৩৩ জনের মধ্যে ২,৭৭,০৪,০০০ টাকা এককালীন অনুদান প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। সহায়তার মধ্যে খুলনা জেলায় ৩০ জন সদস্যের প্রতিজনে ২৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয় এবং যশোর জেলায় ৫০ জনের মধ্যে ১২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। ডিএফইডি’র খুলনা এরিয়া ও খুলনা শাখা মিশন কর্তৃক যৌথভাবে নির্বাচনকৃত ৩০ জন উদ্যমী সদস্যের মধ্যে প্রধান অতিথি ৭ লাখ ৫০ হাজার টাকার (প্রতিজনে ২৫ হাজার) চেক প্রদান করেন। ডিএফইডি’র যশোর ও খুলনা এরিয়া ও যশোর জেলার শাখা মিশন কতৃক যৌথভাবে নির্বাচনকৃত ৫০ জন সদস্যের মধ্যে প্রধান অতিথি ১২,৫০,০০০/- টাকার প্রতিজনে ২৫,০০০ টাকা চেক প্রদান করেন।