ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তারিখ পুনর্বিন্যাস

ঢাকায় বিএনপির পদযাত্রা শুক্রবার

ঢাকায় বিএনপির পদযাত্রা শুক্রবার

‘গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ঢাকা মহানগরে পূর্বঘোষিত পদযাত্রার তারিখ পুনর্বিন্যাস করেছে বিএনপি। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীতে পৃথকভাবে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে পূর্বঘোষিত ১৮ ফেব্রুয়ারিই পদযাত্রা হবে।

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।

জানা গেছে, পবিত্র শবেমেরাজের কারণে ঢাকায় পূর্বঘোষিত পদযাত্রার কর্মসূচি এক দিন এগিয়ে এনেছে বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়ারি রাতে শবেমেরাজ পালিত হবে। তবে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফ্যামেলি ডে থাকায় সাংবাদিকদের অনুরোধে বিএনপির কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, আবুল কালাম আজাদ সিদ্দিকী, তাইফুল ইসলাম টিপু, কাজী রওনকুল ইসলাম টিপু, শেখ রবিউল ইসলাম রবি, আব্দুস সাত্তার পাটোয়ারি, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনুসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত