ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় মার্কেট দখলে নিতে ভাঙচুর ও লুটপাট

আশুলিয়ায় মার্কেট দখলে নিতে ভাঙচুর ও লুটপাট

সাভারের আশুলিয়ায় একটি মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মেম্বার মার্কেটে এমন ঘটনা ঘটে। এরপর থেকে ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মার্কেটের ব্যবসায়ী সূত্রে জানা যায়, জিরাবো এলাকায় মোহাম্মদ আলী বেপারী ছয় শতাংশ জমির উপর একটি মার্কেট করে বেশ কয়েকটি মুদি দোকান ভাড়া দেন। তবে সেই জমির মালিকানা দাবি করে আসছিলেন একই এলাকার খোরশেদ আলম ও আব্দুল মোতালেব। এই বিরোধের জের ধরে শনিবার সকালে হঠাৎ ওই মার্কেটের দোকানপাট ভাঙচুর করে দোকান থেকে ব্যাপক লুটপাট করে প্রতিপক্ষের লোকজন। লুটপাটের কারণে মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দোকানিরা। এ ব্যাপারে জানতে অভিযুক্ত খোরশেদ আলমের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত