ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

১০ কোটি টাকায় মোটরসাইকেল

১০ কোটি টাকায় মোটরসাইকেল

আমেরিকান মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হারলে ডেডিভসনের তৈরি ১১৫ বছরের পুরোনো মোটরসাইকেল বিক্রি হলো ১০ কোটি টাকায়। মোটরসাইকেলটি প্রথম বিশ্বযুদ্ধেরও আগের। আমেরিকার লাস ভেগাসের মেকাম নিলামে বাইকটি বিক্রি করা হয়। যেখানে প্রথম বিশ্বযুদ্ধেরও আগে তৈরি মোটরসাইকেল নিলামে তোলা হয়েছিল। ১১৫ বছর পুরোনো এই বাইক দেখতে ভিড় জমিয়েছিল অসংখ্য মানুষ। নরশব শতাব্দী প্রাচীন এই মোটরসাইকেলের নাম হারলে ডেভিডসন স্ট্র্যাপ ট্যাংক। ১৯০৮ সালে এই মোটরসাইকেল তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। ওই সময়ে স্ট্র্যাপ ট্যাংক মডেল ছাড়াও আরও ৪০৮টি মোটরসাইকেল বানিয়েছিল হারলে ডেভিডসন। যদিও তার মধ্যে হাতেগানা কয়েকটি মোটরসাইকেলেরই অস্তিত্ব বর্তমানে রয়েছে। অবাক করা তথ্য হচ্ছে, ১১৫ বছরেরও বেশি সময় ধরে অক্ষত রয়েছে এই মোটরসাইকেল। মোটরসাইকেলটির নাম স্ট্র্যাপ ট্যাংক হওয়ার কারণ এটির ফুয়েল ট্যাংক সত্যিকারের নিকেল স্ট্র্যাপের সঙ্গে বাইকের ফ্রেমে বাধা। সেই সময় রেকর্ড পরিমাণে এই মোটরসাইকেল বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, এই ভিন্টেজ মোটরসাইকেলের প্রতিটি অংশ আসল এবং খাঁটি। নরশবের আরো একটি চমকে দেয়া তথ্য হলো এই স্ট্র্যাপ ট্যাংক মোটরসাইকেল ১৯৪১ সালে উইসকনসিনের একটি শস্যাগারে ডেভিড উইহেলিন নামক এক ব্যক্তি খুঁজে পান। যিনি এটি পরবর্তী ৬৬ বছর ধরে তার বাড়িতে যত্ন করে রেখে দিয়েছিলেন। এরপর ইন্ডিয়ানা থেকে পল ফ্রিহিল নামক এক ব্যক্তি মোটরসাইকেলটি পুনরুদ্ধার করার জন্য তার সঙ্গে যোগাযোগ করেন। মেকাম নিলামে এই মোটরসাইকেলের জন্য ১০ কোটি টাকা নিলামে দর ওঠে। মেকাম অকশনের মোটরসাইকেল ডিভিশন ম্যানেজার গ্রেগ আর্নল্ড বলেন, আমরা বাইকটি ভালোভাবে মার্কেটিং করেছি। তাছাড়া হারলে এখনো পর্যন্ত সবচেয়ে বিখ্যাত আমেরিকান মোটরসাইকেল ব্র্যান্ড। তাই আমাদের আশা ছিল নিলামে এটির ভালো দর উঠবে। সূত্র : ইন্টারনেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত