ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযুদ্ধকালের ১১২টি ডকুমেন্ট হস্তান্তর

প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযুদ্ধকালের ১১২টি ডকুমেন্ট হস্তান্তর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুল হকের পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল হোসেন (সাবেক এমপি) কর্তৃক সংরক্ষিত মহান মুক্তিযুদ্ধকালের ১১২টি মহামূল্যবান ডকুমেন্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার মাতা হাসনা বানু কর্তৃক হস্তান্তর করা হয়েছে। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য অধ্যাপক মো. হামিদুল হক এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাকেরুল আবেদীন (আপেল) উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বিজ্ঞ সদস্য মো. হামিদুল হক তার রচিত ‘বৈভবে একাত্তর’ প্রামাণিক গ্রন্থ’ প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। গত রোববার প্রধানমন্ত্রী গণভবনে উক্ত ডকুমেন্টগুলো গ্রহণ করে ডকুমেন্টগুলো জাতির জনক শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে প্রদানের জন্য সংশি¬ষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত