নৌ পরিবহণ মন্ত্রণালয়ের নাবিক ক্রু প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ও ভর্তি পরীক্ষার নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত মঙ্গলবার ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মো. আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার এ বিষয়টি জানা গেছে। রিটকারীদের আইনজীবী এসএম শাজাহান আকন্দ মাসুম বলেন, ২০২৩ এর বিজ্ঞপ্তি এবং ২০২২ এর নীতিমালার বৈধতা নিয়ে রুল জারি করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত রাখতে আরেকটি আবেদন করা হবে বলেও জানান তিনি। রিটকারী আইনজীবী আরও জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাবিক ক্রু প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে বলা হয় ২০০ মার্কসের মধ্যে ১০০ মার্কস জিপিএ পয়েন্টের ওপর বাকি ১০০ মার্কসের হবে এমসিকিউ পরীক্ষা। অর্থাৎ, জিপিএ যাদের ২.৫ তারা পাবেন ৫০ মার্কস, জিপিএ যাদের ৫ তারা পাবেন ১০০ মার্কস রিটকারীদের দাবি, যদি কেউ এমসিকিউ পরীক্ষায় ১০০ মধ্যে ১০০ মার্কস পায় তারপরও অনেকে জিপিএ পয়েন্টের মার্কসের কারণে ভর্তির সুযোগ পাবে না। যা বৈষম্যমূলক। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএ পয়েন্টেসের ওপর সর্বোচ্চ ২০ মার্কস থাকে অথচ এখানে পয়েন্টসের ওপর ১০০ মার্কস করা অযৌক্তিক।