ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পরিবেশ অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জে ছয় ইটভাটা মালিককে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে ছয় ইটভাটা মালিককে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন অভিযোগে ৬ ইটভাটা মালিককে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার এ জরিমানা করেন। ওই অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার দিনভর সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ইটভাটা প্রস্তুতসহ বিভিন্ন অভিযোগে এফএন্ডএফ ইটভাটার মালিক ফরজ আলীকে আড়াই লাখ টাকা ও শাহজাদপুর উপজেলার এমআরএমণ্ড১ ও এমআরএমণ্ড২ ইটভাটার মালিক সাইফুল ইসলামকে ১০ লাখ, এমএমএসবি ইটভাটার মালিক সৌরভ হাসানকে ৫ লাখ, এমএমএইচ ইটভাটার মালিক রফিকুল ইসলামকে ৫ লাখ, কথা ব্রিকসের মালিক মোহাম্মদ জাকির হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাব-১২, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত