পিএসকে অব্যাহতি

বাসভবন ছেড়েছেন ইবি উপাচার্য

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সপরিবারে গত বৃহস্পতিবার সকাল ৮টায় নিজের বাসভবন ছেড়েছেন। জানা গেছে তিনি আজ থেকে পাঁচ দিনের ছুটিতে থাকবেন। এর আগে উপাচার্যের কণ্ঠের সদৃশ শিক্ষক নিয়োগ সংক্রান্ত অডিও ফাঁসের ঘটনায় তার পিএস-১ আইয়ুব আলীকে অব্যাহতি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এ খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।

একটি সূত্র জানিয়েছে, গত বুধবার উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম তার পিএস-১ আইয়ুব আলীকে অব্যাহতি দেয়ার জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানকে নির্দেশ দেন। এর আগে উপাচার্যের পিএস আইয়ূব আলীর পদত্যাগ দাবি জানিয়ে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পিএসের অব্যাহতির কারণ জানতে উপাচার্যের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। অডিও ফাঁসের ঘটনায় দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ দাবিতে টানা তিন কর্মদিবস উপাচার্য কার্যালয়ে তালা ঝুঁলিয়ে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী পরিষদ। অন্যদিকে অডিও ফাঁসের ঘটনায় আরো দুই নিয়োগ বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি নিয়োগ নির্বাচনি বোর্ড স্থগিত করে দিল কর্তৃপক্ষ।