ছুটির দিনের বইমেলায় ছিল উপচেপড়া ভিড়
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অমর একুশে বইমেলার গতকাল ছিল শেষ শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিনে তাই বইমেলায় আনাগোনা ছিল প্রচুর পাঠক ও দর্শনার্থীর। বেলা ১১টায় গেট খোলার আগে থেকেই অপেক্ষা করেছেন তারা।
শেষ সময়ে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মানুষ আসতে শুরু করে। এর আগে একুশে ফেব্রুয়ারিতে ভিড় হয়েছিল সবচেয়ে বেশি। সেদিন কয়েক লাখ মানুষ এসেছিলেন মেলায়। চাকরি করার কারণে যারা কর্মদিবসে ব্যস্ত থাকেন তারাই গতকাল বই মেলায় ভিড় করেন। রাজধানীর বাড্ডা থেকে দুই ছেলেকে নিয়ে আসা একজন গৃহিণী জানান, নানা ব্যস্ততার কারণে আগে আসা হয়নি। মেলার শেষ সময়ে আসার উদ্দেশ্য হলো এই সময়ে সব বই প্রকাশ পায়। তাই পছন্দের বই কেনা সহজ হয়। আর সকালে আসার কারণ অনেকটা ভিড় এড়িয়ে চলা যায়। গত ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।