অন্যরকম

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর জিনো

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুরের তালিকায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জিনো উলফ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা জিনো উলফ গিনেস রেকর্ড অনুযায়ী এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর। চলতি মাসের ১৫ তারিখে তার বয়স ২২ বছর ৫২ দিন হয়েছে। জিনো উলফের পালক আ্যলেক্স উলফ জানিয়েছেন, জিনোর দীর্ঘায়ুর পেছনে নিয়মিত স্বাস্থ্যকর খাবার, চিকিৎসকের পরামর্শ আর যত্ন রয়েছে। দীর্ঘ দিন বেঁচে থাকার জন্য জিনোর আগ্রহকেও কৃতিত্ব দিয়েছেন তিনি। অ্যালেক্স জানিয়েছেন, ২০০০ সালের ২৪ সেপ্টেম্বর জন্মেছে উলফ। এর দুই বছর পর তারা একটি সংস্থার কাছ থেকে কুকুরটিকে দত্তক নেন। সে দিন থেকেই তারা জিনোকে অনেক যত্নে রাখেন। তার দাবি, জিনো যখন ছোট ছিল, তখন অন্য কুকুরদের সঙ্গে সমুদ্রের কাছে খেলত। বাড়ির পেছনে ছুটে বেড়াত। এখন বার্ধক্যের কারণে বেশি ঘুম এবং উষ্ণতা পছন্দ করে। চোখের দৃষ্টি আগের চেয়ে কিছুটা কমেছে। আ্যলেক্স জানিয়েছেন, জিনোর নাম গিনেস বুকে ওঠায় তিনি খুশি। সে কারণেই জিনোকে নিয়ে গাড়িতে দীর্ঘ ভ্রমণ করেছেন তিনি। সূত্র : ইন্টারনেট