ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীর মৌচাক টাওয়ার ও কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর মৌচাক টাওয়ার ও কড়াইল বস্তিতে আগুন

রাজধানীর মৌচাক টাওয়ার ও কড়াইল বস্তিতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল রোববার বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন জানান- বিকাল সাড়ে ৪টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের টিম।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯টি ইউনিট কাজ করে বিকাল সারে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসার দাবি করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। সেখানে আগুন আর ছড়ানোর আশঙ্কা নেই বলে বার্তা পাঠানো হয়েছে। তবে তখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬ টা) এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, কয়টি ঘর পুড়েছে কিংবা কীভাবে আগুন লেগেছে তা আরো পরে জানানো যাবে। আগুন নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৪টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ৭টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। ১ ঘণ্টার চেষ্টায় ৫টা ৩৩ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ অগ্নিকাণ্ডে হতাহত, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এদিকে রাজধানীর মৌচাক টাওয়ারের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান- বেলা ১১টা ৩৭ মিনিটে ১৪ তলা মৌচাক টাওয়ারের সাত তলায় আগুন লাগার সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস সূত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত