অন্যরকম

১০১ বছর বয়সে সন্তানের মা হলেন এই বৃদ্ধা!

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

একটি বয়সের পর নারীদের প্রজনন ক্ষমতা কমতে থাকে। সাধারণত এমনটাই মনে করা হয়ে থাকে। কিন্তু সম্প্রতি সবাইকে এক প্রকার চমকে দিয়ে সন্তানের জন্ম দিলেন শতাবর্ষি এক নারী। ঘটনাটি ঘটেছে ইতালিতে। ১০১ বছর বয়সে ভঙ্গুর শরীরে সন্তানের জন্ম দিলেন ইতালির আনাতোলিয়া ভার্তাদেলার। বাচ্চাটির ওজন ৯ পাউন্ড বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিরল এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই মেডিক্যাল সাইয়েন্সে এখন এটাই সব থেকে চর্চিত বিষয়। তবে এটাই প্রথম নয়। এর আগে ১৬টি সন্তানের জন্ম দিয়েছেন এই নারী। তবে ১৭তম সন্তানের জন্ম হয়েছে ওভারি ট্রান্সপ্লান্টের (ডিম্বাশয় প্রতিস্থাপন) মাধ্যমে। এর পর থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মূল কারণ হচ্ছে তুরস্কের এক বেসরকারি হাসপাতালে আনাতোলিয়া এই অস্ত্রোপচার করিয়েছিলেন। কিন্তু এখানে ডিম্বাশয় প্রতিস্থাপন নিয়ে ইউরোপীয় আইন কার্যকর নয়। সন্তান জন্ম দেয়ার পর তিনি জানান, আমি অত্যন্ত খুশি। সব চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ সফল অস্ত্রোপচারের জন্য।

বিশ্বের সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার নজির এখন আনাতোলিয়ার। এতদিন এই নজিরের অধিকারী ছিলেন দক্ষিণ আফ্রিকার মালেগওয়ালে রামোকগোপা।