মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর ১০-এর মেট্রোস্টেশন খুলে দেয়া হয়েছে। এর আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন। মিরপুর ১০-এর মেট্রোস্টেশন চালু হওয়ায় স্থানীয়দের পাশাপাশি মিরপুর ১, ২ এবং ১৩, ১৪ নম্বরের বাসিন্দাদের জন্যও আগারগাঁও ও উত্তরা যাতায়াত সহজ হবে। এছাড়া মিরপুরের ক্রিকেট স্টেডিয়াম, চিড়িয়াখানা, হাসপাতাল ও অফিসসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অন্যান্য এলাকা থেকে এখন সরাসরি মেট্রোরেলে আসা যাবে।
গতকাল সকাল ৮টায় মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের গেট খুলে দেয়া হয়। দুপুর ১২টা পর্যন্ত চলে মেট্রোরেল। মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনের সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা ছিল। ভেতরে রোভার স্কাউট ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের সদস্যরাও যাত্রীদের বিভিন্ন বিষয়ে সহায়তা করেন। মিরপুর-১০ থেকে উত্তরা স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং আগারগাঁওয়ের ভাড়া ২০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ধাপে ধাপে খুলছে মেট্রোরেলের প্রথমাংশের স্টেশনগুলো। আগামী ২৬ মার্চ মিরপুর ১১ কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনও যাত্রী ওঠাণ্ডনামার জন্য খুলে দেয়ার কথা রয়েছে। বর্তমানে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করছে। মঙ্গলবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ থাকে।