রোমানিয়া চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা প্রদানের জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে।
সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে রোমানিয়াকে তাদের কনস্যুলার পরিষেবা পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’
তিনি আরো জানান, রোমানিয়ার কনস্যুলার দল তাদের পরিষেবা পরিচালনার জন্য আগামীকাল ঢাকা পৌঁছবে। সাবরীন আরো বলেন, রোমানিয়ার একটি কনস্যুলার দল গত বছর তিন মাস তাদের সেবা পরিচালনা করে ৫ হাজার ৪০০টি ভিসা দিয়েছিল। তিনি বলেন, রোমানিয়ার সফল কনস্যুলার সেবা দেখার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এখানে একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য চিঠি পাঠিয়েছেন। সাবরীন বলেন, ‘আশা করা হচ্ছে যে, চলতি বছরের এই সময়ের মধ্যে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে।’