মোবাইল নেটওয়ার্ক ছাড়াও ফোন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা অভিনব এক ফোন আনল। মডেল মটোরোলা ডেফি ২। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে নেটওয়ার্ক ছাড়াই চলবে। এমনকি পানি, ধুলো কিছুতেই এর ক্ষতি হবে না। ডিভাইসটি ইচ্ছামতো সাবান-পানি দিয়ে পরিষ্কার করা যাবে। অভাবনীয় স্মার্টফোনে সিম কার্ড ব্যবহার না করলেও চলবে। রিচার্জের কোনও ঝামেলাই নেই। কেননা, এই ফোনটির সঙ্গে একটি স্যাটেলাইট লিঙ্ক অ্যাক্সেসরিও দেয়া হচ্ছে। এই অ্যাক্সেসরি এমন ভাবেই ডিজাইন করা হয়েছে, যা যে কোনো পরিস্থিতিতে রাগড ফোনের অভিজ্ঞতা দিতে পারে। তবে আর যাই ফিচার থাকুক না কেন, এই ফোনের সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো তার স্যাটেলাইট কানেক্টিভিটি। যার সাহায্য আপনি সিম কার্ড তো দূরে থাক, কোনও নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারবেন। মটোরোলা ডেফি ২ মডেল একটি অত্যন্ত টেকসই ফোন, যাতে স্যাটেলাইট কানেক্টিভিটির পাশাপাশি ৫জি সাপোর্টও রয়েছে। ড্রপ, ফল সব কিছু থেকে বাঁচানোর জন্য ডিজাইন করা হয়েছে এই ফোন। একটি পরীক্ষায় দেখানো হয়েছে, ফোনটি ১.৮ মিটার পর্যন্ত উচ্চতা থেকে একটি স্টিলের প্লেটে বারবার ড্রপ সহ্য করতে পারে। পাশাপাশি ফোনটি ধুলা-বালি, ময়লা এবং পানিরোধী। কেননা, হ্যান্ডসেটটি আইপি৬৮ এবং আইপি ৬৯কে রেটিংপ্রাপ্ত। সব রকম তাপমাত্রায়, ঝড়, বৃষ্টি সবকিছু থেকে সুরক্ষিত এই ফোন মিল- স্পেক ৮১০এইচ টেস্টে উত্তীর্ণ হয়েছে। রুক্ষ্মতা ছাড়াও মটোরোলা ডেফি ২ ফোনটি স্বাস্থ্যকরও বটে। এই ফোনটিকে আপনি সাবানপানি বা অ্যালকোহল ওয়াইপ দিয়ে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের জন্য এই ফোনটি অত্যন্ত সহায়ক হতে পারে। কারণ এই ফোন আপনি খুব সহজেই জীবাণুমুক্ত করতে পারবেন। ফোনটিতে বুলিটস হাইজিন+ প্রযুক্তি রয়েছে। এছাড়া ফোনটির সমস্ত বাহ্যিক পৃষ্ঠগুলো অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ মিশ্রিত সামগ্রী দিয়ে তৈরি। ফোনটিতে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। বেশ বড় একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে, যা একবার চার্জে টানা দুই দিনের ব্যাকআপ দিতে পারে। এই ব্যাটারি ১৫ ওয়াট আওয়ারের ফাস্ট চার্জিং, কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সূত্র : ইন্টারনেট