ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৯ সেনা নিহত

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৯ সেনা নিহত

পাকিস্তানে একটি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

গতকাল স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ বলেন, বিস্ফোরণে বেলুচিস্তান কন্সটাবুলারির কমপক্ষে ৯ প্যারামিলিটারি সেনা নিহত হয়েছেন।

ওই মুখপাত্র জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের কাচি জেলার সিবি শহরে সেনা সদস্যরা বাসে করে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক কর্মকর্তারা জানান, মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী সেনা সদস্যদের বহনকারী গাড়ির পেছনে ধাক্কা দেয়।

তারা জানিয়েছেন, ওই সেনা সদস্যরা প্রায় এক সপ্তাহ ধরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। হাসপাতালের কর্মকর্তারা কমপক্ষে সাতজন পুলিশ সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে।

এর আগে গত মাসের শেষ দিকেও বেলুচিস্তানে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৫০০ কিলোমিটার দূরে বারখান এলাকায় এই বিষ্ফোরণ হয়।

এছাড়া গত বছরের ২৫ ডিসেম্বর বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন ক্যাপ্টেনসহ নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য প্রাণ হারান। সম্প্রতি পাকিস্তানে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত