কুষ্টিয়ায় ইনু

বিএনপির মুখে হুংকার ছাড়া আর কিছু নেই

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, নিত্যপণ্যের বাজারের ঊর্ধ্বগতি ও দুর্নীতি সম্পর্কে বিএনপি অতিরঞ্জিত অভিযোগ করছে। নির্বাচনের আগে বিএনপি এখন একটি অস্বাভাবিক সরকার গঠনের চেষ্টায় ব্যস্ত। জামায়াতকে সাথে নিয়ে বিএনপি তালেবান সরকার এবং সংবিধান বদলের দাবি করছে। বিএনপির মুখে হুংকার ছাড়া এই মুহূর্তে তাদের আর করার কিছু নেই। গতকাল সকালে কুষ্টিয়া মিরপুরের খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত একাডেমিক ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু আরো বলেন, বিএনপি আলাউদ্দিনের দৈত্যের কাছে অস্বাভাবিক দাবি করেছে। এটা সরকারের পক্ষে আদৌ পূরণ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, বিএনপি দুর্নীতি নিয়ে মাথা ঘামাচ্ছে না। কেন না, দুর্নীতি বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই। জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে কে যাবে আর যে যাবে না, সেটা কেউ বলতে পারে না। নির্বাচন যখন আসবে তখন দেখা যাবে। মোহা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন।