ঢাকা ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকতে হবে

ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকতে হবে

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ, চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্ট ও ঢাকার সায়েন্সল্যাব মোড়সহ সারা দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা প্রকৃতপক্ষেই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাতমূলক কোনো কিছু তা নিরপেক্ষ তদন্ত করে বের করতে হবে। তিনি আরও বলেন, তদন্তে যদি অন্তর্ঘাতমূলক কিছু প্রমাণিত হয় তবে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার

করাসহ সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল বুধবার সকালে গুলিস্তানে বিস্ফোরণে ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ সময় সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশন চেয়ারম্যান বিস্ফোরণে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান। এরপর তিনি বিস্ফোরণে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত