ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

১৫ হাজার ছেলেমেয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন

বললেন আইসিটি প্রতিমন্ত্রী
১৫ হাজার ছেলেমেয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতি বছর সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ১৫ হাজার ছেলেমেয়ে বিদেশ যেতে পারবেন। গতকাল সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ১৪ বছরে সিংড়ার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৫০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। গত ৩৭ বছরে ৩০ শতাংশ ঘরেও বিদ্যুৎ ছিল না। গত ১৪ বছরে শেখ হাসিনা সিংড়ায় শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। তিনি আমাদের ১০০ প্রাইমারি স্কুল সরকারিকরণ করে দিয়েছেন। আমাদের শেরকোলের মাটিতে বঙ্গবন্ধু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ সরকারিকরণ করে দিয়েছেন। সিংড়ার ছেলেমেয়েদের আগে উচ্চ শিক্ষার জন্য রাজশাহী, বগুড়া, ঢাকা যেতে হতো। কিন্তু প্রধানমন্ত্রী সিংড়ায় তিনটি কলেজ অনার্স কলেজে উন্নীত করেছেন। ফলে আমাদের সন্তানরা সিংড়ায় এখন উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রতিটি সন্তানদের সোনার মানুষে পরিণিত করতে চাই আমরা। সিংড়ার ৫ লাখ জনগণের জন্য শেখ হাসিনা একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। প্রাইমারি স্কুল, হাইস্কুল, মাদ্রাসা, কারিগরি কলেজ মিলে ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্য ৮৫ হাজার ছেলেমেয়ে কর্মজীবনে প্রবেশ করবে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুধু শিক্ষিতরাই নয়, স্বল্প শিক্ষিতরাও প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করতে পারবে। অনেক ছেলেমেয়ে ড্রাইভিং শিখে বিদেশে গিয়ে একজন এমপি বা মন্ত্রীর চেয়ে বেশি বেতন উপার্জন করছে। আমাদের সেই সুযোগটা করে দিতে হবে। পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের ডিজিটাল দেশ বিনির্মাণ করেছেন। বাংলাদেশের মূল আরকিটেক বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদের দক্ষ করে গড়ে তুলতে সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। সাড়ে ৮ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন ডিজিটাল সেন্টার থেকে ১৬ হাজার ছেলেমেয়ে সরকারের ২ হাজার রকম সেবা প্রতি মাসে ১ কোটি মানুষকে প্রদান করছে। উদ্বোধনী অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এনডিসি মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন, সিংড়া পৌরসভা মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত