ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডাকসু নির্বাচনসহ ১০ দাবিতে ভিসিকে স্মারকলিপি

ডাকসু নির্বাচনসহ ১০ দাবিতে ভিসিকে স্মারকলিপি

গণরুম উচ্ছেদ ও ডাকসু নির্বাচনসহ ১০ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকে সিট বন্টন নিশ্চিত, ডাকসু নির্বাচন, শিক্ষা ব্যয় হ্রাসসহ ১০ দফা দাবিতে ছাত্র সমাবেশ শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনটির ১০ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- নতুন হল নির্মাণ করে ১ম বর্ষ থেকেই প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বণ্টন, দখলদারিত্বমুক্ত হল, গণতান্ত্রিক ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত, অবিলম্বে ডাকসু নির্বাচন, বিভাগ উন্নয়ন ফি, হল স্থাপনা ফিসহ নামে বেনামে ফি নেয়া বন্ধ করা, সান্ধ্যকালীন কোর্সসহ সব বানিজ্যিক কোর্স বন্ধ করা এবং ইউজিসির কৌশল পত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় চালানো বন্ধ করা।

এর আগে সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নতুন জ্ঞান তৈরি ও চর্চার জন্য উপযুক্ত মানবিক পরিবেশ নেই। হলে শিক্ষার্থীরা গাদাগাদি করে থাকে। উচ্চদাম দিয়ে নিম্নমানের খাবার খায়। আদব-কায়দা শেখানোর নামে ১ম বর্ষের শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। ক্লাসরুম সংকটের কারণে ক্লাসেও শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে, পড়ানোর পরিবেশ নেই। ভালো সাউন্ড সিস্টেম নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত