ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সহজেই ডাউনলোড ফেইসবুক ভিডিও

সহজেই ডাউনলোড ফেইসবুক ভিডিও

ফেইসবুক স্ক্রল করতে কমবেশি সবাই ভালোবাসে। ফেইসবুক খুললেই বিভিন্ন রকম ভিডিও আসতে থাকে। আর সেসবে প্রায়শই মজে যাই আমরা। স্ক্রল করলেই নতুন নতুন ভিডিও, তাতে নানাধরনের বিষয়, নানা ধরনের আইডিয়া। কখনো কখনো সেসব অফ লাইনে রেখে দেয়ার প্রয়োজন হয়। ফেইসবুকে ছবি ডাউনলোড করা গেলেও ভিডিও ডাউনলোডের কোনো অপশন নেই। অবশ্য ফেইসবুকে সেভ করে রাখার অপশন রয়েছে, এমনকী ফেইসবুকের ভেতরেও ডাউনলোড করে রাখা যায় বটে। তবে ডেস্কটপ অন্য কোনো ডিভাইসে অফ লাইনে সেসব ভিডিও নামিয়ে রাখার উপায় ফেইসবুক দেয়নি। তবে ফেইসবুক না দিলেও ওই সব ভিডিও ডাউনলোডের জন্য হাতের কাছেই রয়েছে সহজ উপায়। এই প্রতিবেদনে এমন কিছু বিষয় জানানো হবে, যা জানা থাকলে যে কোনো প্ল্যাটফর্ম থেকেই ডাউনলোড করতে পারবেন ছবি বা ভিডিও। ধরুন ফেইসবুক স্ক্রল করতে করতে কোনো একটি ভিডিও দারুণ পছন্দ হলো আপনার। হয়তো দারুণ কাজের কোনো আইডিয়া। আর সেটিকে আপনি ডাউনলোড করে রাখতে চান আপনার ল্যাপটপে বা ডেস্কটপে। তেমন মনে হলে ভিডিওটির ডানপাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন। একটি মেনু খুলবে, সেখান থেকে কপি লিঙ্ক অপশনটিতে ক্লিক করুন। তবে কোনো প্রাইভেট ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই অপশনটি দেখাবে না। কারণ, তা মোটেও ডাউনলোডেরযোগ্য নয়। কপি তো হলো, এবার পালা পেস্টের। তার জন্য ব্রাউজারে গিয়ে নতুন একটি ট্যাব খুলতে হবে আপনাকে। যেখানে অ্যাড্রেস বারে গিয়ে লিঙ্কটি পেস্ট করে ফেলুন ঝটপট। এবার অ্যাড্রেস বারে গিয়ে লিঙ্কটির সামনে লেখা যা 'www' অংশটি পাবেন, তা ডিলিট করে দিন ব্যাকস্পেস প্রেস করে। এবার তার জায়গায় লিখুন ‘mbasic’ শব্দটি, যার ফলে পেজটির মোবাইল ভার্সন খুলবে আপনার ব্রাউজারে। এবার কী করবেন ভাবছেন তো? এর পরে ভিডিওটির ওপর রাইট ক্লিক করে ‘ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব’ অপশনে ক্লিক করুন। এর ফলে তৃতীয় ট্যাবে শুধুমাত্র ভিডিওটি খুলবে। আর তার ওপর রাইট ক্লিক করলেই ভিডিওটি সেভ করার অপশন দেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত