স্বামীর নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা গৃহবধূর

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

স্বামীর অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে থানায় অভিযোগ করায় গৃহবধূ ও শিশু সন্তানকে ক্রমাগত হত্যার হুমকি দিচ্ছে মাদকসেবনকারী ইসমাইল হোসেন (২৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আগবয়রা গ্রামের দেরাজ আলীর ছেলে। স্বামীর হুমকি ও নির্যাতনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় ওই গৃহবধূ। গৃহবধূ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন শহরের এসএস রোড এলাকায় শিশু সন্তান নিয়ে বসবাস করছি। স্বামীর হুমকিতে পণ্যসামগ্রী এজেন্সি সত্বাধিকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।

তিনি জানান, মাদকসেবনকারী স্বামী মাদক কারবারি, জুয়া, মদসহ পরকীয়া ও বন্ধুবান্ধব নিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকেন। এতে তাদের একমাত্র আয়ের প্রতিষ্ঠানটির চরম ক্ষতিসাধন হচ্ছে। যৌতুকের টাকার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। তবে, এখনো নিরাপত্তার অভাব অনুভব করছি। নিরাপত্তার জন্য তিনি প্রধানমন্ত্রী ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।