ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান

এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান

এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগানের অবস্থান ভারতের কাশ্মীরের শ্রীনগরে। পর্যটকদের জন্য আগামী রোববার থেকে বাগানটির দরজা খুলে যাচ্ছে। টিকিট কেটে দেশি-বিদেশি পর্যটকেরা বর্ণিল টিউলিপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কাশ্মীরের শ্রীনগরের পাহাড়ঘেরা ডাল হ্রদণ্ডলাগোয়া এই টিউলিপ বাগানের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এশিয়া মহাদেশে এর চেয়ে বড় টিউলিপ বাগান আর নেই। এবারের মৌসুমে নানা আকারের ও নানা রঙের টিউলিপ ফুটেছে বাগানটিতে। এখন টিউলিপের চোখজুড়ানো সৌন্দর্য পর্যটক ও দর্শনার্থীর সঙ্গে ভাগ করে নেয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ১৯ মার্চ থেকে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীরা বাগানটিতে ভ্রমণ করতে পারবেন। এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানে ঘুরতে হলে ৫ বছরের বেশি বয়সি ভারতীয় পযর্টক ও দর্শনার্থীকে গুনতে হবে ৬০ রুপি। আর বিদেশি পর্যটক ও দর্শনার্থীর জন্য প্রবেশমূল্য জনপ্রতি ১৫০ রুপি। এবারের মৌসুমে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে কাশ্মীরের টিউলিপ বাগানটি। আশা করা যাচ্ছে, আগামী মাসের শেষ নাগাদ বাগানটিতে রং-বেরঙের টিউলিপ ফুটে থাকবে। ওই সময় পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীরা বাগানটিতে ভ্রমণ করতে পারবেন।

২০০৮ সালে কাশ্মীরে গড়ে তোলা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। ওই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবী আজাদ। মূলত শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকের মনোযোগ কাড়তে তার উদ্যোগে এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগান যাত্রা শুরু। ভারতের কাশ্মীরের টিউলিপ বাগানের চোখজুড়ানো সৌন্দর্য পর্যটক ও দর্শনার্থীর সঙ্গে ভাগ করে নেয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। টিউলিপ বাগানটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ইনাম উল রেহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রতি বছর এই বাগানের পরিধি বাড়ছে। টিউলিপের নতুন নতুন জাত যুক্ত করা হচ্ছে। বাগানটির উন্নয়নে আর ফুলের মান ধরে রাখতে আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রতি বছর মার্চ এপ্রিলে টিউলিপের মৌসুম শুরু হয়। বাগানে মাত্র তিন থেকে পাঁচ সপ্তাহ টিউলিপ ফুটে থাকে। তাই এবারের মৌসুমের এই সময়টায় দেশি বিদেশি লাখো পর্যটক ও দর্শনার্থী বাগানে টিউলিপ দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। সূত্র : ইন্টারনেট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত